জ পৃষ্ঠা ২৫
- Bengali Word জিগির, জিগীর English definition ⇒জিকির
- Bengali Word জিগীষা English definition [জিগিশা] (বিশেষ্য) জয়ের ইচ্ছা; জয় করার ইচ্ছা। জিগীষু (বিশেষণ) জয়েচ্ছু; জয় করতে ইচ্ছুক; জয়াভিলাষী। {(তৎসম বা সংস্কৃত) √জি+স(সন্)+অ+আ(টাপ্)>}
- Bengali Word জিঘাংসা English definition [জিঘাঙ্শা] (বিশেষ্য) বধ করার ইচ্ছা; হননেচ্ছা (তুরস্ক সরকারের এই জিঘাংসা আমীর আলীকে মর্মপীড়া দেয়-সৈয়দ মুজতবা আলী)। জিঘাংসক (বিশেষণ) হত্যা করতে ইচ্ছুক; বধেচ্ছু। জিঘাংসাবৃত্তি (বিশেষ্য) ১ প্রাণনাশের প্রবৃত্তি। ২ জীব হত্যাকার্য। জিঘাংসিত (বিশেষণ) প্রাণ বধ করা হয়েছে এমন। জিঘাংসু (বিশেষণ) বধেচ্ছু; হত্যা করতে ইচ্ছুক (রক্তলোলুপ জিঘাংসু আরব সমাজে তিনি রোগীর সেবা করিতেন-এয়াকুব আলী চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √হন্+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word জিঘৃক্ষা English definition [জিগ্ঘৃক্খা] (বিশেষ্য) ১ গ্রহণ করার ইচ্ছা; লিপ্সা। ২ বশীভূত বা আয়ত্ত করার ইচ্ছা। জিঘৃক্ষু (বিশেষণ) গ্রহণেচ্ছু; লোভী। {(তৎসম বা সংস্কৃত) √গ্রহ্+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word জিঘৎসা English definition [জিঘোত্শা] (বিশেষ্য) ১ ভোজনেচ্ছা । ২ বুভুক্ষা। জিঘৎসু (বিশেষণ) ১ ভোজনেচ্ছু। ২ ক্ষুধিত। {(তৎসম বা সংস্কৃত) √অদ্+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word জিজিয়া, যিজ্য়া English definition [জিজিয়া, যিজ্আ] (বিশেষ্য) মুসলিম রাষ্ট্রে সামরিক কাজের পরিবর্তে অমুসলমানদের নিকট থেকে গৃহীত এক প্রকার কর (খাইবারের এহুদীদিগকে যিজ্য়া কর হইতে অব্যাহতি দিয়াছিলেন-আকবর আলী)। {(আরবি) জিজ্বিয়াহ}
- Bengali Word জিজীবিষা English definition [জিজিবিশা] (বিশেষ্য) বেঁচে থাকার ইচ্ছা; জীবনের আকাঙ্খা (তখনকার মরণাতঙ্ক নিরুপম জিজীবিষার উত্তরসাক্ষ্য নয়-সুধীন্দ্রনাথ দত্ত)। জিজীবিষু (বিশেষণ) বেঁচে থাকতে ইচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত) √জীব্+স(সন্)+অ=আ(টাপ্)}
- Bengali Word জিজ্ঞাসা, জিগ্যেস, জিজ্ঞেস English definition [জিগ্গাঁশা, জিগেশ্, জিজ্ঞেস] (বিশেষ্য) ১ জানার ইচ্ছা; কৌতূহল, অনুসন্ধিৎসা। ২ প্রশ্ন; অনুসন্ধেয় বিষয় (উদ্বিগ্ন হয়ে জিগ্যেস করল কি?-সৈয়দ সুলতান)। জিজ্ঞাসক (বিশেষণ) জিজ্ঞাসাকারী, প্রশ্নকারী। জিজ্ঞাসন (বিশেষ্য) প্রশ্নকরণ। জিজ্ঞাসনীয় (বিশেষণ) জিজ্ঞাসার যোগ্য বা জিজ্ঞাসা; অনুসন্ধেয়। জিজ্ঞাসাবাদ (বিশেষ্য) প্রশ্ন ও আলাপ- আলোচনা। জিজ্ঞাসিত (বিশেষণ) জিজ্ঞাসা করা হয়েছে এমন; questioned। জিজ্ঞাসু (বিশেষণ) ১ জানতে ইচ্ছুক; অনুসন্ধিৎসু। ২ মোক্ষাবিলাষী। জিজ্ঞাস্য (বিশেষণ) জিজ্ঞাসার যোগ্য; জানবার বিষয়; অনুসন্ধেয়। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা+স(সন্)+অ+আ(টাপ্)=জিজ্ঞাসা}
- Bengali Word জিঞ্জির, জিঞ্জীর, জিজিঁর English definition [জিন্জির্, জিঞ্জীর, জিজিঁর] (বিশেষ্য) ১ শৃঙ্খল; শিকল (উদ্মো ষাঁড়কে জিজিঁর বা দড়াদড়ি দিয়ে বাঁধলে-কাজী নজরুল ইসলাম)। ২ গ্রন্থি বা বন্ধন (হৃদয়ের জিঞ্জির দিয়ে-সৈয়দ মুজতবা আলী)। ৩ কয়েদ; জেল (জিঞ্জির হইতে ফিরিয়া আসিলে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ফারসি) জিন্জীর্}
- Bengali Word জিত English definition [জিতো] (বিশেষণ) ১ জয় করা হয়েছে এমন; বিজিত। ২ পরাভূত; পর্যূদস্ত (জিত মরণের বুকে গাড়িয়া নিশান-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ বশীকৃত (জিতেন্দ্রিয়)। ৪ জয় (হারজিত)। {(তৎসম বা সংস্কৃত) √জি+ত(ক্ত)}
- Bengali Word জিতা, জিতান, জিতানো English definition ⇒ জেতা২
- Bengali Word জিতেন্দ্রিয় English definition [জিতেন্দ্রিয়ো] (বিশেষণ) কামাদি রিপু বশীভূত করেছে এমন; ইন্দ্রিয় জয়কারী; ইন্দ্রিয়জয়ী। জিতেন্দ্রিয়তা (বিশেষ্য) ইন্দ্রিয় জয়করণ; ইন্দ্রিয় সংযম। {(তৎসম বা সংস্কৃত) জিত+ইন্দ্রিয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word জিদ, যিদ, জেদ English definition [জিদ্, জিদ্, জেদ] (বিশেষ্য) ১ গোঁ; ঝোঁক; একগুঁয়েমি; নাছোড় ভাব (তার জিদ পড়েছে সেখানে আমাদের নিয়ে যাবেই-কেদারনাথ মজুমদার)। ২ রাগ; ক্রোধ (আমার যিদ হইয়াছিল-আবুল মনসুর আহমদ; সকল যুদ্ধ সকল জেদ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) দিদ্দ}
- Bengali Word জিদালো, জেদালো, যেদালো English definition [জিদালো, জেদালো, যেদালো] (বিশেষণ) একরোখা; একগুঁয়ে (নেলি যে রকম জেদালো মেয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) দিদ্দ +আলো}
- Bengali Word জিদি, জেদি, জিদ্দি, যিদ্দি English definition [জিদি, জেদি, জিদ্দি, জিদ্দি] (বিশেষণ) একগুঁয়ে; একরোখা (তাঁর দাদার জেদী মেজাজের-রবীন্দ্রনাথ ঠাকুর)। জেদাজিদি, জিদাজিদি (বিশেষ্য) ১ পরস্পর জিদ বা একগুঁয়েমির ভাব প্রকাশ। ২ পুনঃপুন জিদ প্রকাশ। {(আরবি) দিদ্দী}
- Bengali Word জিন ১ English definition [জিন্] (বিশেষ্য) ইসলামি বিশ্বাস অনুসারে আগুনের তৈরি অদৃশ্য দেহধারী জীববিশেষ; দৈত্য (তিনি জিন ছাড়াইতে পারিতেন-আবুল মনসুর আহমদ)। {(আরবি) জিন্ন্}
- Bengali Word জিন ২ English definition [জিন্] (বিশেষ্য), (বিশেষণ) ১ জিতেন্দ্রিয় সাধক; সিদ্ধপুরুষ; সন্ন্যাসী; শ্রমণ; ভিক্ষু; জয়ী; জয়লাভকারী। □ (বিশেষ্য) বুদ্ধ; মহাবীর। {(তৎসম বা সংস্কৃত) √জি+ন(নক্)}
- Bengali Word জিন ৩ English definition [জিন্] (বিশেষ্য) ঘোড়ার পিঠে পেতে বসার চর্মাসন বা গদি, saddle (এল দুলদুল পৃষ্ঠে শূন্য জিন-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) জীন্}
- Bengali Word জিন ৪ English definition [জিন্] (বিশেষ্য) এক প্রকার মোটা কাপড়; মোটা সুতার ঠাসবুনানি কাপড়। {(ইংরেজি) Jean}
- Bengali Word জিন ৪ English definition [জিন্] (বিশেষ্য) এক প্রকার মোটা কাপড়; মোটা সুতার ঠাসবুনানি কাপড়। {(ইংরেজি) Jean}