জ পৃষ্ঠা ২৬
- Bengali Word জিনা ১ English definition [জিনা] (ক্রিয়া) ১ পরাজিত করা; জয় করা; জিতা। ২ উৎকর্ষে হার মানানো (পূত সুললিত সঙ্গীত জিনি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {জিন২ +আ}
- Bengali Word জিনা ১ English definition [জিনা] (ক্রিয়া) ১ পরাজিত করা; জয় করা; জিতা। ২ উৎকর্ষে হার মানানো (পূত সুললিত সঙ্গীত জিনি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {জিন২ +আ}
- Bengali Word জিনা ২ English definition ⇒ জেনা
- Bengali Word জিনা ২ English definition ⇒ জেনা
- Bengali Word জিনিস, জিনিশ, জিনিষ (অ(বাংলা)) English definition [জিনিশ্] (বিশেষ্য) ১ পদার্থ; বস্তু; দ্রব্য। ২ সারবস্তু (এতে জিনিস বলতে কিছুই নেই)। ৩ মূল্যবান বা সারগর্ভ বস্তু (জিনিস একখানা)। ৪ আসবাবাদি; গৃহসামগ্রী বা সংসারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী (ঘরে বহু জিনিস)। ৫ বিষয় (সব জিনিসে মাথা গলানো)। ৬ ব্যাপার (বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি কি এক জিনিস?)। জিনিসপত্র (বিশেষ্য) দ্রব্যসামগ্রী; নানা প্রকারের জিনিস; বস্তুসমূহ। {(আরবি) জিন্স}
- Bengali Word জিনিস, জিনিশ, জিনিষ(অ(বাংলা)) English definition [জিনিশ্] (বিশেষ্য) ১ পদার্থ; বস্তু; দ্রব্য। ২ সারবস্তু (এতে জিনিস বলতে কিছুই নেই)। ৩ মূল্যবান বা সারগর্ভ বস্তু (জিনিস একখানা)। ৪ আসবাবাদি; গৃহসামগ্রী বা সংসারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী (ঘরে বহু জিনিস)। ৫ বিষয় (সব জিনিসে মাথা গলানো)। ৬ ব্যাপার (বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি কি এক জিনিস?)। জিনিসপত্র (বিশেষ্য) দ্রব্যসামগ্রী; নানা প্রকারের জিনিস; বস্তুসমূহ। {(আরবি) জিন্স}
- Bengali Word জিন্দা, জেন্দা English definition [জিন্দা, জেন্দা] (বিশেষণ) ১ জীবিত; জীবন্ত (মুর্দ্দা কোথা কথা কয় জেন্দা লোকের সাথ-সৈয়দ হামজা)। ২ জাগ্রত বা অলৌকিক শক্তিসম্পন্ন। জিন্দাদিল (বিশেষণ) প্রাণবন্ত (তার মত জেন্দাদিল কর্মীর প্রয়োজন আছে-মোহাম্মদ ওয়াজেদ আলী)। জিন্দাপীর (বিশেষ্য) ১ জীবিত পীর। ২ অলৌকিক শক্তিসম্পন্ন সাধুপুরুষ; সিদ্ধপুরুষ (আলমগীর জিন্দাপীর নহে মিথ্যা নহে-সৈয়দ এমদাদ আলী)। {(ফারসি) জ্বিন্দাহ্}
- Bengali Word জিন্দান, জেন্দান English definition [জিন্দান্ জেন্দান্] (বিশেষ্য) ১ কারাগার; জেলখানা (রাত্রির জিন্দান থেকে মুক্ত সূর্য দেখেছি-ফররুখ আহমদ)। ২ বন্ধন। জিন্দানকুঁয়া (বিশেষ্য) কারাগারস্বরূপ কূপ (জিন্দানকুঁয়ায় পড়ে থাকতে হয়নি-কাজী নজরুল ইসলাম)। জিন্দানখানা (বিশেষ্য) জেলখানা; কারাগার; বন্দীশালা (কার্টিল জিন্দেগী বৃথাই দুনিয়ার জিন্দানখানায়-কাজী নজরুল ইসলাম)। জিন্দানবাসী (বিশেষ্য) কারাগারবাসী (প্রাণ পেয়েছিল বহু দিবসের জিন্দানবাসী মানুষের ফরিয়াদ-জাহানারা আরজু)। {(ফারসি) জ্বিন্দান}
- Bengali Word জিন্দাবাদ English definition [জিন্দাবাদ্] (অব্যয়) দীর্ঘজীবী হোক বা অমর হোক এই-কামনাসূচক ধ্বনি; জয় হোক। {(ফারসি) জ্বিন্দাহ্বাদ্}
- Bengali Word জিন্দিগি, জিন্দেগি, জিন্দেগী, জেন্দেগী English definition [জিন্দিগি, জিন্দেগি, জিন্দেগি, জেন্দেগি] (বিশেষ্য) ১ জীবিতকাল; আয়ুষ্কাল (কাটিল জিন্দেগী বৃথাই-কাজী নজরুল ইসলাম)। ২ আয়ু; জীবন; প্রাণ (জেন্দেগী থাকিলে ফের হবে মোলাকাত-সৈয়দ হামজা)। জিন্দিগিভর (ক্রিয়াবিশেষণ) জীবনব্যাপী; আজীবন। জিন্দেগানি, জেন্দাগানি (বিশেষ্য) জীবন; জীবৎকাল; আয়ুষ্কাল। {(ফারসি) জ্বিন্দগী}
- Bengali Word জিন্নাৎ, জিন্নাতুলবাকিয়া English definition ⇒ জিন্নাত
- Bengali Word জিপ English definition [জিপ্] (বিশেষ্য) এক প্রকার মোটরগাড়ি (মোড়ের কাছেই একখানা জিপ অপেক্ষা করছিল-নীলিমা ইব্রাহীম)। {(ইংরেজি) Jeep}
- Bengali Word জিব ১, জিভ English definition [জিব্, জিভ্] (বিশেষ্য) মুখমধ্যস্থ যে প্রত্যঙ্গ স্বাদ গ্রহণ করে; রসনা; জিহ্বা। জিবআলগা (বিশেষণ) পেটে কোনো কথা থাকে না এমন; কথা গোপন ও গুপ্ত রাখতে অশক্ত এমন। জিবকাটা (ক্রিয়া) লজ্জা প্রকাশ করা; লজ্জায় দাঁত দিয়ে জিভ চেপে ধরা। জিবচোখানো, জিবচোকানো (ক্রিয়া) খাওয়ার জন্য লোভ করা। জিবছোলা (বিশেষ্য) জিহবা পরিষ্কার করার জন্য পাতলা পাত বা ফলক। জিববাহির হওয়া (ক্রিয়া) ১ সাধ্যের অতিরিক্ত পরিশ্রম করা। ২ অত্যন্ত পরিশ্রমের ফলে কষ্ট অনুভব করা। জিবে (বিশেষণ) জিহ্বার ন্যায় রূপ বা আকৃতি এমন (জিবে-গজা)। জিবে জল পড়া, জিবে জল সরা (ক্রিয়া) লোভের উদ্রেক হওয়া; লোভাতুর হওয়া জিবে দাঁতে সন্বন্ধ, জিভে দাঁতে সন্বন্ধ-সৎ-অসতের বিপরীত সন্বন্ধ। {(তৎসম বা সংস্কৃত) জিহ্বা>}
- Bengali Word জিব ২ ((মধ্যযুগীয় বাংলা)) English definition [জিব্] (বিশেষ্য) জীবন; প্রাণ (রেকাবেতে পদ দিতে তার জিব নিল-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) জীব}
- Bengali Word জিবরাইল, জিবরাঈল, জিবরীল English definition [জিব্রায়িল্, জিবরাঈল, জিব্রিল্] (বিশেষ্য) আল্লাহর ফেরেশতা, যিনি আল্লাহর নিকট থেকে নবী রসুলগণের নিকট বাণী পৌছান; স্বর্গীয় দূত। {(আরবি) জীব্রাঈল}
- Bengali Word জিভ English definition ⇒ জিব
- Bengali Word জিমনাষ্টিক, জিম্নাষ্টিক English definition [জিম্নাস্টিক্] (বিশেষ্য) ইউরোপীয় প্রণালিতে বিবিধ কৌশলযুক্ত ব্যায়াম বা বিচিত্র দেহকৌশল। {(ইংরেজি) gymnastic}
- Bengali Word জিম্মা, জিম্মা, জেন্মা English definition [,জিম্মা, জেম্মা] (বিশেষ্য) ১ হেফাজত; তত্ত্বাবধান; সংরক্ষণ; দায়িত্ব (বাক্সটি দারোয়ানের জিম্মায় রাখিয়া-সুকুমার রায়; আসামী আমার জিন্মায় আছে-মীর মশাররফ হোসেন)। ২ আয়ত্ত; অধিকার (তোর জিম্বা মোর পুরি, বিদ্যার মন্দিরে চুরি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ¨ (বিশেষণ) গচ্ছিত; ন্যস্ত। জিম্মাদার (বিশেষ্য) যার নিকট কোনো জিনিস গচ্ছিত রাখা যায় বা যার দায়িত্বে কোনো বস্তু রক্ষিত থাকে। জিম্মাদারি (বিশেষ্য) রক্ষনাবেক্ষণের দায়িত্ব (আফগানিস্থানের বাইরে নিয়ে যাবার জিন্মাদারি-সৈয়দ মুজতবা আলী)। জিন্মি (বিশেষ্য) মুসলিম রাষ্ট্রের অমুসলমান প্রজা; যাদের রক্ষণাবেক্ষণের ভার রাষ্ট্র গ্রহণ করবে (ঐ সকল অমুসলমান জিম্মী প্রজার উপর যা’দের আমরা আশ্রয় দিয়েছি-হবীবুল্লাহ বাহার)। ২ শর্ত আরোপ করে কোনো ব্যক্তি বা বস্তু আগলে রাখা। {(আরবি) যিম্মাহ}
- Bengali Word জিরগা, জির্গা English definition [জির্গা] (বিশেষ্য) আফগান রাজ্য পরিষদ; অরণ্যবাসীদের গোত্রীয় প্রশাসনিক সংস্থা বা পরিষদ। {(তুলনীয়) জর্গাহ}
- Bengali Word জিরজির, জিরজিরে English definition [জিরজির্, জিরজিরে] (বিশেষণ) জীর্ণ; শীর্ণ; কঙ্কালসার; অস্থিচর্মসার; রোগা; কৃশ। {(তৎসম বা সংস্কৃত) জর্জর}