জ পৃষ্ঠা ২৭
- Bengali Word জিরন, জিরনো English definition ⇒ জিরানো২
- Bengali Word জিরা, জীরা, জীরক English definition [জিরা, জীরা, জিরক্] (বিশেষ্য) রান্নার কাজে ব্যবহৃত এক প্রকার মসলা; cumin। {(তৎসম বা সংস্কৃত) জীরক}
- Bengali Word জিরাত, জিরাৎ, জেরাত English definition (বিশেষ্য) ১ চাষাবাদ (তাহার জরু, গরু, জমি, জেরাত সবই ছিল-রাজশেখর বসু (পরশু))। ২ চাষের বা বাসের জমি। জিরাতি (বিশেষণ) চাষের যোগ্য; কর্ষণীয়। জিরাতি জমি (বিশেষ্য) চাষের যোগ্য ভূমি। {(আরবি) জ্বরা’আত}
- Bengali Word জিরান ১, জিরেন English definition [জিরান্, জিরেন্] (বিশেষ্য) ১ আরাম; বিশ্রাম; শ্রান্তি অপনোদন। ২ অবকাশ; ফাঁক; বিরাম। জিরেনকাট (বিশেষ্য) খেজুর গাছ তিনদিন কাটিয়া রস লইয়া তিনদিন বন্ধ রাখবার পর প্রথম দিনের কাটা জিরান-কাট(জিরান-কাটের রস)। {(ফারসি) জিরয়ান; (আরবি) জরয়ান}
- Bengali Word জিরানো ২,জিরান ২, জিরনো, জিরন English definition [জিরানো,জিরান,জিরোন,জিরন] (ক্রিয়া) ১ বিশ্রাম করা; ক্লান্তি অপনোদন করা (বসিয়া দুই দন্ড একটু জিরাইয়া লও না-শামসুদ্দীন আবুল কালাম)। ২ বিরাম বা ছাড় দেওয়া (জিরিয়ে জিরিয়ে কাজ করা)। ¨ (বিশেষ্য) বিশ্রামকরণ। {(ফারসি) জিরয়ান; (আরবি) জরয়ান}
- Bengali Word জিরাফ English definition [জিরাফ্] (বিশেষ্য) খুব লম্বা গলা ও লম্বা পা-বিশিষ্ট আফ্রিকার বন্য জন্তুবিশেষ। {(ইংরেজি) Giraffe}
- Bengali Word জিরে (কথ্য) English definition ⇒ জিরা
- Bengali Word জিল English definition ⇒ জিলদ
- Bengali Word জিলকি English definition [জিল্কি] (বিশেষ্য) বিদ্যুৎ; বিজলি; বিদ্যুৎ ঝলক (জিলকি-দেয়া সঙ্গে লয়ে আসল যেন বাও-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) জ্বলকা>ঝলক; (তুলনীয়) (হিন্দি) ঝলকী}
- Bengali Word জিলদ, জেলদ, জিল English definition [জিলদ্, জেলদ, জিল্] (বিশেষ্য) ১ পুস্তকের খণ্ড যা একসঙ্গে সেলাই করা হয়। ২ পুস্তকের চামড়ার বাঁধাই বা মলাট। ৩ চামড়া। জিলদগর (বিশেষ্য) যারা বই বাঁধে; দপ্তরি (জেলদগর ও দপ্তরি নিযুক্ত আছে)। {(ফারসি) জিল্দ +গির্}
- Bengali Word জিলা, জেলা English definition [জিলা, জেলা] (বিশেষ্য) প্রশাসনিক বিভাগ; একাধিক উপজেলার সমষ্টি; বিভাগের (division) অংশবিশেষ; district। {(আরবি) দিলা}
- Bengali Word জিলাপি, জিলিপি English definition [জিলাপি, জিলিপি] (বিশেষ্য) প্যাঁচবিশিষ্ট কুণ্ডলাকার মিঠাইবিশেষ। জিলাপির প্যাঁচ (বিশেষ্য) কুটিলতা; অসরল ভাব। {তুল (হিন্দি) জলেবী}
- Bengali Word জিল্লত, জিল্লতী English definition ⇒ জেল্লৎ
- Bengali Word জিষ্ণু English definition [জিশনু] (বিশেষণ) জয়শীল; বিজয়কামী; জেতা (রুদ্র দামাল জিষ্ণু কামাল মুখে দিলে চুনকালী-শাহাদাত হোসেন)। □ (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু। ২ হিন্দু দেবতা ইন্দ্র। ৪ (মহাভারতের) অর্জুন। {(তৎসম বা সংস্কৃত) √জি+স্ন(গস্নু)}
- Bengali Word জিহ, জিহি English definition [জিহো, জিহি] (বিশেষ্য) জিহবা; জিভ; রসনা (লক-লক জিহি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) জিহবা>; (তুলনীয়) (হিন্দি) জীহ}
- Bengali Word জিহাদ English definition ⇒ জেহাদ
- Bengali Word জিহাদ, জিহাদী English definition ⇒ জেহাদ
- Bengali Word জিহীর্ষা English definition [জিহির্শা] (বিশেষ্য) অপহরণ করবার ইচ্ছা। জীহীর্ষু (বিশেষণ) হরণ করতে ইচ্ছুক; হরণ অভিলাষী। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word জিহ্বা English definition [জিউভা] (বিশেষ্য) যা দ্বারা লেহন করা যায়; রস আস্বাদন করার ইন্দ্রিয়; রসনা; জিভ। জিহ্বাকণ্ডূয়ন (বিশেষ্য) ঝগড়ার জন্য জিভ চুলকানো। জিহ্বাগ্র (বিশেষ্য) জিভের আগা; জিহ্বার অগ্রভাগ। জিহ্বাগ্রবর্তী (বিশেষণ) জিহ্বার অগ্রভাগে আছে এমন। জিহ্বামূল (বিশেষ্য) জিভের গোড়া। জিহ্বামূলীয় (বিশেষণ) ১ জিহ্বামূল বিষয়ক। ২ জিহ্বামূল থেকে জাত বা উচ্চার্য (জিহ্বামূলীয় বর্ণ)। ৩ জিহ্বামূল হতে উচ্চারিত বর্ণ -ক-বর্গীয় ধ্বনি, ক খ গ ঘ ঙ। জিহ্বাস্তম্ভ (বিশেষ্য) জিহ্বার অসাড়ত্ব; জিহ্বার পক্ষাঘাত (ঋষিদেরও জিহ্বাস্তম্ভ ঘটে-কেদারনাথ মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √লিহ্+ব(কৃন্)+আ(টাপ্)}
- Bengali Word জিৎ English definition [জিত্] (বিশেষণ) ১ জয় করে এমন; জয়ী; জয়কারী। ২ প্রত্যয় হিসেবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে বিশেষ্য গঠন করে, যথা-ইন্দ্রজিৎ, বিশ্বজিৎ, রণজিৎ, শত্রুজিৎ। {(তৎসম বা সংস্কৃত) √জি+ক্বিপ্}