জ পৃষ্ঠা ২৮
- Bengali Word জিয়ন্ত English definition ⇒ জীয়ন
- Bengali Word জিয়ল English definition ⇒ জিওল
- Bengali Word জিয়াদতি English definition [জিয়াদোতি] (বিশেষ্য) ১ বৃদ্ধি; প্রাচুর্য; আধিক্য। ২ জুলুম; অত্যাচার। {(আরবি) জ্বিয়াদত}
- Bengali Word জিয়াদা English definition ⇒ জেয়াদা
- Bengali Word জিয়ানো, জিয়োনো, জিয়নো English definition [জিয়ানো, জিয়োনো, জিয়নো] (ক্রিয়া) ১ বাঁচিয়ে রাখা বা লালিত করা (আগুনটা জিইয়ে রেখো)। ২ জীবিত করা; বাঁচানো (যত ঘোড়া মরিয়াছিল আজ সব জিয়াইয়া আনিলাম-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ৩ জমিয়ে রাখা (জীয়াইয়া রেখে কি বিধি, যত দুধসাগরের ননী-প্রথম তুলির আঁকে, গড়িল এমনি?-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) জীব্>(প্রাকৃত) জিব্+আনো}
- Bengali Word জিয়াপুতি, জিয়াপুতী English definition [জিয়াপুতি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) জীবিতকালে সন্তান মরেনি এমন; সমস্ত সন্তানই জীবিত রেখে পরলোক গমন করেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) জীবৎ+পুত্র>}
- Bengali Word জিয়াফত, যেয়াফত English definition [জিয়াফত্] (বিশেষ্য) নিমন্ত্রণ; দাওয়াত; জন্ম-মৃত্যু বিয়ে উপলক্ষে বহুলোকের ভোজনের জন্যে ব্যবস্থা; ভোজনোৎসব। {(আরবি) দিয়াফত}
- Bengali Word জিয়ারি, জিয়ারী English definition [জিয়ারি] (বিশেষ্য) প্রাণ (ভাঙা পঞ্জরে লুকালো জিয়ারী ক্ষীণ-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) জীবন>জি+(বাংলা)আরি}
- Bengali Word জী ১ English definition ⇒ জি১
- Bengali Word জী ২, জি ২ English definition [জি] (অব্যয়) আজ্ঞা হোক; হুকুম হোক অর্থে; জিত বা বশীভূতের প্রতি; সাড়াজ্ঞাপক বা সম্ভ্রম বা সন্মতিসূচক শব্দ (জী আসছি, জী হ্যাঁ, জী হুজুর)। (তুলনীয়) আজ্ঞা; আজ্ঞে। {(তৎসম বা সংস্কৃত) জিত (‘জিত’ তথা বশীভূত অর্থে) অথবা জীব>জীও>জী, জি; (তুলনীয়) হনুমানজি। জীব তথা বেঁচে থাকুন অর্থে ব্যবহৃত}
- Bengali Word জীউ ১ English definition [জিউ] (বিশেষ্য) হিন্দুদের দেবতা ঠাকুরদের প্রতি প্রযোজ্য সন্মানসূচক উপাধি। {(তৎসম বা সংস্কৃত) জীব>; (তুলনীয়) (হিন্দি) জিউ}
- Bengali Word জীউ ২ English definition ⇒ জিউ
- Bengali Word জীন English definition ⇒ জিন৩
- Bengali Word জীব ১ English definition [জিব] (বিশেষ্য) ১ প্রাণী। ২ প্রাণ; জীবন (জীবহত্যা মহাপাপ)।৩ দেহের চৈতন্যশক্তি; জীবাত্মা। ৪ দেহধারী আত্মা। ৫ যার জীবন আছে-প্রাণী বা উদ্ভিদ। জৈব বিণ। জীবজগৎ (বিশেষ্য) প্রাণীজগৎ। ২ চেতন-বিশ্ব। জীবজন্তু (বিশেষ্য) যাবতীয় প্রাণী; নানা জীব; প্রাণী সকল। জীবজল (বিশেষ্য) আবেহায়াত (জীব জল আছয় তথাতে-সৈয়দ আলাওল)। জীবতত্ত্ব (বিশেষ্য) প্রাণীবিদ্যা; জীববিজ্ঞান; যে শ্রাস্ত্র দ্বারা প্রাণীসমুহের জাতি স্বভাব চরিত্র ক্রিয়া প্রভৃতি জানা যায়; biology। জীবতত্ত্বজ্ঞ, জীবতত্ত্ববিদ, জীবতত্ত্ববেত্তা (বিশেষণ) প্রাণীবিদ্যায় অভিজ্ঞ বা পারদর্শী। জীবতারা (বিশেষ্য) জীবনরূপ তারা; জীবন (জীবনতারা যদি খসে এ-দেহ আকাশ হতে-মাইকেল মধুসূদন দত্ত)। জীবধন (বিশেষ্য) গো মহিষ প্রভৃতি পশু সম্পদ; livestock। জীবধর্ম (বিশেষ্য) ক্ষুধা তৃষ্ণা প্রভৃতি জীবমাত্রেরই যে শারীরিক বৃত্তি। জীবধাত্রী (বিশেষ্য) জীবের পালনকারিণী (জীবধাত্রী বসুন্ধরা-রবীন্দ্রনাথ ঠাকুর)। জীববলি (বিশেষ্য) হিন্দু সমাজে দেবতার উদ্দেশে পশুবধ। জীববিদ্যা (বিশেষ্য) প্রাণী ও উদ্ভিদের জীবনসম্পর্কিত বিদ্যা বা বিজ্ঞান; biology। জীবরহস্য (বিশেষ্য) প্রাণী সন্বন্ধীয় অজ্ঞাত বা গুপ্ত বিষয়। জীবলীলা (বিশেষ্য) জীবনের কার্যাবলি। জীবলোক (বিশেষ্য) মর্ত্যলোক; পৃথিবী। জীবহত্যা, জীবহিংসা (বিশেষ্য) প্রাণীবধ বা পশুহত্যা। কৃষ্ণের জীব (বিশেষ্য) নির্বিরোধী ও নিরীহ প্রাণী; করুণার পাত্র। {(তৎসম বা সংস্কৃত) √জীব্+অ(ক)}
- Bengali Word জীব ২ English definition [জিবো] (ক্রিয়া) বেঁচে থাকা; দীর্ঘজীবী হও। {(তৎসম বা সংস্কৃত) √জীব্+হি(মধ্যম পু. -(একবচন))}
- Bengali Word জীবক English definition [জিবক্] (বিশেষ্য) ১ সুদখোর। ২ সেবক বা ভৃত্য। ৩ সাপুড়ে।৪ ভিক্ষুক। {(তৎসম বা সংস্কৃত) √জীব্+অক(ণ্বুল্)}
- Bengali Word জীবন English definition [জিবন্] (বিশেষ্য) ১ প্রাণ। ২ প্রাণের ন্যায় প্রিয়; প্রাণতুল্য; প্রাণস্বরূপ (যুবতী-জীবন-দীনবন্ধু মিত্র)। ৩ প্রাণধারণ। ৪ জীবনকাল; জীবৎকাল (জীবন কাটানো)। ৫ আয়ু (জীবন ফুরাল)। ৬ জীবিকা (জীবনোপায়)। ৭ জল; বায়ু; সমীরণ (অঞ্জলি পুরিয়া রাজা আনিয়া জীবন-কৃত্তিবাস ওঝা)। ৮ পরমেশ্বর। জীবনকর্তন (বিশেষ্য) জীবন কাটানো বা অতিবাহন (কথার দোকানদারী করিয়া জীবন কর্ত্তন করাই গাজী মিয়ার জীবনের উদ্দেশ্য-মীর মশাররফ হোসেন)। জীবনকীর্তি (বিশেষ্য) জীবিতকালে কৃত স্মরণীয় মহৎ কার্যাবলি। জীবনচরিত, জীবনবৃত্তান্ত (বিশেষ্য) ১ যে গ্রন্থে কোনো ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় ঘটনা ও চরিত্রের বিবরণ থাকে; জীবনের ইতিহাস; জীবনী; biography; bio-data। জীবনদর্শন (বিশেষ্য) মানব জীবনের স্বরূপ অবধার। জীবন নাট্যশালা (বিশেষ্য) জীবনের রঙ্গভূমি; সংসারক্ষেত্র; amphitheatre of life। জীবনবল্লভ (বিশেষ্য) প্রাণাধিক প্রিয়; প্রাণপ্রিয়। জীবনবল্লভা (স্ত্রীলিঙ্গ)। জীবনবিমা, জীবনবীমা (বিশেষ্য) নির্দিষ্ট কিস্তিতে কোম্পানীর নিকট টাকা জমা দিয়ে নির্ধারিত কাল পরে অথবা তৎপূর্বে মৃত্যু ঘটলে নিজের বা উত্তরাধিকারীর এককালীন সঞ্চিত অর্থপ্রাপ্তি-সংক্রান্ত চুক্তি; life insurance। জীবনবেদ (বিশেষ্য) মানব জীবনের নিয়ন্ত্রক-নীতি; জীবন-দর্শন (আমাদের জন্য তাদের জীবনবেদ ও জীবনবোধের আমানত রেখে গেছেন-মুত্র)। জীবনযাত্রা (বিশেষ্য) প্রাণধারণ বা জীবিকা। জীবনযৌবন (বিশেষ্য) প্রাণ ও যৌবন; জীবন ও তারুণ্য। জীবন-সংগ্রাম (বিশেষ্য) বেঁচে থাকার জন্য প্রতিকূল অবস্থার সঙ্গে যুদ্ধ। জীবন-সঙ্গিনী (বিশেষ্য) সহধর্মিণী; পত্নী; জীবনের সুখ-দুঃখের ভাগিনী। জীবন সঞ্চার (বিশেষ্য) প্রাণ উজ্জীবন বা বাঁচানো। জীবনসহচর (বিশেষ্য) চিরসঙ্গী বন্ধু; জীবনের বন্ধু; স্বামী। জীবন-সহচরী (স্ত্রীলিঙ্গ)। জীবনস্বত্ব (বিশেষ্য) কেবল জীবৎকালের ভোগাধিকার। জীবনস্মৃতি (বিশেষ্য) নিজ জীবনের যেসব ঘটনা মনে আছে। জীবন হত (বিশেষণ) নির্জীব বা নিস্তেজ (জ্যোৎস্না যামিনী যৌবনহারা জীবনহত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √জীবি +অন(ল্যুট্)}
- Bengali Word জীবনাধিক English definition [জীবনাধিক্] (বিশেষণ) প্রাণের চেয়েও বেশি অর্থ্যাৎ প্রাণাপেক্ষা প্রিয়। জীবনাধিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জীবন+অধিক; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জীবনান্ত English definition [জিবোনান্তো] (বিশেষ্য) মৃত্যু। {(তৎসম বা সংস্কৃত) জীবন+অন্ত; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জীবনাবধি English definition [জিবোনাবোধি] (বিশেষ্য) জীবিতকাল; আজীবন; বেঁচে থাকাকালীন। {(তৎসম বা সংস্কৃত) জীবন+অবধি; ৬ (তৎপুরুষ সমাস)}