জ পৃষ্ঠা ২৯
- Bengali Word জীবনাবসান English definition [জিবোনাবোশান] (বিশেষ্য) মৃত্যু; জীবনের শেষ। {(তৎসম বা সংস্কৃত) জীবন+অবসান; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জীবনালেখ্য English definition [জিবোনালেক্খো] (বিশেষ্য) জীবনচিত্র; জীবনের ছবি (পূর্ণাঙ্গ জীবনালেখ্য দেয়া-আহমদ শরীফ)। {(তৎসম বা সংস্কৃত) জীবন+আলেখ্য; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জীবনী English definition [জিবোনি] (বিশেষণ) জীবন বা আয়ূ দান করে এমন; প্রাণদায়িনী (জীবনীশক্তি)। □ (বিশেষ্য) জীবনচরিত্র; জীবনবৃত্তান্ত; biography; জীবনকাহিনী। জীবনীয় (বিশেষণ) প্রাণ ধারণের জন্য প্রয়োজনীয় আয়ুষ্কাল। □ বিপানি। জীবনীশক্তি (বিশেষ্য) ১ বেঁচে থাকার শক্তি; যে শক্তি জীবগণকে জীবিত রাখে; vital power। {(তৎসম বা সংস্কৃত) জীবন+ঈ}
- Bengali Word জীবনেতিবৃত্ত English definition [জিবোনেতিব্রিত্তো] (বিশেষ্য) জীবনচরিত; জীবনকাহিনী; জীবনের কর্ম-আচরণের পরিচিতি; বিবরণী। {(তৎসম বা সংস্কৃত) জীবন+ ইতিবৃত্ত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জীবনোচ্ছাস English definition [জিবোনোচ্ছাশ] (বিশেষ্য) প্রাণশক্তির উদ্বেল অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) জীবন+উচ্ছাস; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জীবনোপায় English definition [জিবোনোপায়] (বিশেষ্য) বেঁচে থাকার উপায়; জীবন রক্ষার উপায়; জীবিকা। {(তৎসম বা সংস্কৃত) জীবন+উপায়; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জীবন্ত English definition [জীবন্তো] (বিশেষণ) ১ বেঁচে আছে এমন; প্রাণবন্ত; সজীব; জীবন্ত; জীবিত। ২ অত্যন্ত স্পষ্ট। ৩ উৎসাহ ও উদ্দীপনায় পূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) জীব +অন্ত-প্রাণ ধারণ করছে এরূপ}
- Bengali Word জীবন্তিকা English definition [জীবন্তিকা] (বিশেষ্য) ১ পরগাছা। ২ নাটিকা; জীবনের বাস্তবরূপের নাট্যায়ন। {(তৎসম বা সংস্কৃত) জীবন্ত+(বাংলা) ইকা}
- Bengali Word জীবন্মুক্ত English definition [জিবন্মুক্তো] (বিশেষণ) জীবিতাবস্থায় মায়ার বন্ধন থেকে মুক্ত; মহাপুরুষ; তত্ত্বজ্ঞানী। {(তৎসম বা সংস্কৃত) জীবৎ+মুক্ত; (কর্মধারয় সমাস)}
- Bengali Word জীবন্মৃত English definition [জিবন্মৃতো] (বিশেষণ) ১ জীবিত থেকেও মৃতের ন্যায় অচল-অক্ষম; জীয়ন্তে মরা। ২ নির্জীব; মনমরা। {(তৎসম বা সংস্কৃত) জীবৎ+ মৃত; (কর্মধারয় সমাস)}
- Bengali Word জীবাণু English definition [জিবানু] (বিশেষ্য) অণুবীক্ষণে দৃ্শ্য অতিসূক্ষ্ম প্রাণী বা উদ্ভিদ; প্রাণবিশিষ্ট অতি ক্ষুদ্র কণা; microbe। {(তৎসম বা সংস্কৃত) জীব+অণু; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জীবাতু English definition [জিবাতু] (বিশেষ্য) জীবনধারণের উপায়; জীবনের ঔষধ (রাধিকার রূপগুণ আমার জীবাতু-কৃষ্ণচন্দ্র মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) জীব+(বাংলা) আতু}
- Bengali Word জীবাত্মা English definition [জিবাত্তাঁ] (বিশেষ্য) ১ দেহস্থ আত্মা; দেহধারী আত্মা; জীবপুরুষ। ২ জীব-জীবনের মধ্যে অবিচ্ছিন্ন পরমাত্মা। {(তৎসম বা সংস্কৃত) জীব +আত্মান্; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জীবান্তক English definition [জিবান্তক্] (বিশেষণ) প্রাণ-নাশক; জীবননাশক। ¨ (বিশেষ্য) ব্যাধ। {(তৎসম বা সংস্কৃত) জীব+অন্তক; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জীবাবশেষ English definition [জিবাবশেষ্] (বিশেষ্য) ভূগর্ভ থেকে প্রাপ্ত বহু পূর্বে মৃত জীবের প্রস্তরীভূত দেহাবশেষ; fossil। {(তৎসম বা সংস্কৃত) জীব+অশ্ম; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word জীবিকা English definition [জিবিকা] (বিশেষ্য) জীবন ধারণের জন্য গৃহীত পেশা; বৃত্তি; জীবনোপায়। জীবিকানির্বাহ (বিশেষ্য) জীবনযাত্রা সম্পাদন; জীবন-যাপন; ভরণ-পোষণ। জীবিকার্জন (বিশেষ্য) জীবনযাত্রা নির্বাহের জন্য বৃত্তি সংগ্রহ বা অর্থোপার্জন। {(তৎসম বা সংস্কৃত) জীব+ক(কন্)+ আ(টাপ্)}
- Bengali Word জীবিত English definition [জিবিতো] (বিশেষণ) ১ বেঁচে আছে এরূপ; জীবন্ত; সজীব (জীবিত প্রাণী)। ২ জীবনযুক্ত; আয়ুযুক্ত; মৃত নয়এমন প্রাণপূর্ণ। জীবিতা (স্ত্রীলিঙ্গ)। জীবিতকাল (বিশেষ্য) জীবদ্দশা বা আয়ুষ্কাল। জীবিতনাথ, জীবিতেশ, জীবিতেশ্বর (বিশেষ্য) ১ স্বামী; প্রিয়তম (জীবিতেশ! জগতে সখিনা বাঁচিয়া থাকিতে-মীর মশাররফ হোসেন)। ২ প্রদেশ; প্রাণেশ্বর। ৩ জীবনের প্রভু বা জগদীশ্বর। জীবিতসর্বস্ব (বিশেষ্য) জীবনের সবকিছু; জীবনসর্বস্ব। {(তৎসম বা সংস্কৃত) √জীব্+ত(ক্ত)}
- Bengali Word জীবৎ English definition [জিবত্] (বিশেষণ) জীবন আছে এমন; জীবন্ত; জীবনযুক্ত। জীবৎকাল, জীবদ্দশা (বিশেষ্য) জীবিতাবস্থা; আয়ুষ্কাল; জীবনকাল। জীবৎমান, জীবমান (বিশেষ্য) জীবিতকাল; জীবদ্দশা। জীবৎমানে, জীবমানে (ক্রিয়াবিশেষণ) জীবদ্দশায়; বেচেঁ থাকতে বা বর্তমানে। {(তৎসম বা সংস্কৃত) √জীব্+অৎ(শত্)}
- Bengali Word জীমূত English definition [জিমুতো] (বিশেষ্য) ১ মেঘ (সরোবরে নামি জল তোলায় জীমূত-সৈয়দ আলাওল)। ২ মেঘঘটা; ঘনঘটা (জীমূত সময় কিবা প্রকাশিত চান্দ-সৈয়দ আলাওল)। ৩ পর্বত। জীমূতনাদ, জীমূতমন্দ্র (বিশেষ্য) মেঘ; গর্জন; মেঘের গুরুগম্ভীর ডাক (জীমূতমন্দ্র হাহাকার রব-মাইকেল মধুসূদন দত্ত)। জীমূতবাহন (বিশেষ্য) ১ হিন্দুদেবতা ইন্দ্র। ২ বারো শতকের একজন প্রখ্যাত স্মার্ত। জীমূতবাহী (বিশেষ্য) ১ মেঘ যাকে বহন করে; হিন্দুদেবতা ইন্দ্র। ২ ধূম। জীমূতরাবী (-বিন্) (বিশেষণ) বজ্রনাদী। জীমূতরাবিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জী(জীবন)+√মূ(ধারণ করা)+ত(ক্ত)}
- Bengali Word জীরক English definition ⇒ জিরা