E পৃষ্ঠা ১৭
- English Word engender Bengali definition [ইনজেনডা(র্)] (verb transitive) (কোনো পরিস্থিতির) কারণ উদ্ভূত হওয়া: crime is often engendered by poverty.
- English Word engine Bengali definition [এনজিন্] (noun) (১) ইনজিন; যন্ত্রপাতি। engender-driver (noun) (especially) রেল ইনজিনচালক। (২) (প্রাচীন প্রয়োগ) যুদ্ধে ব্যবহৃত যেকোনো যন্ত্র।
- English Word engineer Bengali definition [এনজিনিআ(র্)] (noun) (১) প্রকৌশলী: a chemical engineer. (২) সুদক্ষ এবং প্রশিক্ষিত ইনজিনচালক। (৩) সামরিক বাহিনীর ইনজিনিয়ারিং কোরের সদস্য। □(verb transitive), (verb intransitive) (১) প্রকৌশলীর কাজ করা। (২) (কথ্য) দক্ষতার সঙ্গে করা।
- English Word engineering Bengali definition [এন্জিনিআরিং] (noun) প্রকৌশল: civil engineering.
- English Word English Bengali definition [ইংলিশ] [noun] [Uncountable noun] ইংরেজি ভাষা। in plain English সরল ইংরেজিতে। the Queen’s/King’s English স্টান্ডার্ড; শিক্ষিতজনের ইংরেজি। □ (adjective) (১) ইংল্যান্ডের অধিবাসী; ইংরেজ। the English (plural) ইংরেজ জাতি। English breakfast বেকন, ডিম, টোস্ট, মার্মালেড, চা অথবা কফির সমন্বয়ে ইংরেজেদের সকালের নাশতাবিশেষ। (২) Englishman [ইংলিশমান] (plural)(Englishmen) (noun) ইংরেজ পুরুষ। Englishwoman [ইংলিশওয়ুমান্] (plural Englishwomen) (noun) ইংরেজ মহিলা।
- English Word engraft Bengali definition [ইন্গ্রাফট্] America(n) ইন্গ্র্যাফট্] (verb transitive) engraft (into/on/upon) গাছের কলম লাগানো। engraft (in) (লাক্ষণিক) মনে গেঁথে দেওয়া।
- English Word engrave Bengali definition [ইনগ্রেইভ] (verb transitive) (১) engrave on/upon (noun) খোদাই করা; মিনা করা: engrave a design. (২) engrave with খোদাইকৃত লেখা অথবা নকশা দ্বারা শোভিত করা। (৩) engrave on/upon (লাক্ষণিক) মনে গভীর ছাপ ফেলা। engraver (noun) খোদাইকার। engraving [ইনগ্রেইভিং] [noun] [Uncountable noun] খোদাইকর্ম; খোদন।
- English Word engross Bengali definition [ইনগ্রোউস্] (verb transitive) (১) (সাধারণত passive) সব সময়ে কাজে লেগে থাকা: engrossed in his work. (২) (আইন সম্বন্ধীয়) বড় করে লেখা অথবা আনুষ্ঠানিক রীতিতে লেখা।
- English Word engulf Bengali definition [ইনগাল্ফ্] (verb transitive) গ্রাস করা (যেমন সাগরে) : a ship engulfed by the sea.
- English Word enhance Bengali definition [ইনহা:ন্স্] America(n) ইনহ্যান্স] (verb transitive) বাড়ানো; বৃদ্ধি করা (যেমন মূল্য, আকর্ষণ, শক্তি ইত্যাদি)।
- English Word enigma Bengali definition [ইনিগ্মা] [noun] [Countable noun] ধাঁধা; হেঁয়ালি; প্রহেলিকা; কোনো বস্তু বা ব্যক্তি যা রহস্যময় এবং যার অর্থ সহজে বোঝা যায় না। enigmatic [এনিগম্যাটিক্] (adjective) বিভ্রান্তিকর; হেঁয়ালিমূলক। enigmatically [এনিগম্যাটিকলি] (adverb)
- English Word enjoin Bengali definition [ইনজইন্] (verb transitive) enjoin (on somebody) আদেশ দেওয়া; নির্দেশ দেওয়া।
- English Word enjoy Bengali definition [ইনজই] (verb transitive) (১) উপভোগ করা; আনন্দলাভ করা: I have enjoyed the soup. (২) সুযোগ-সুবিধা অথবা কোনো কিছু লাভ করা: enjoy good health. (৩) enjoy oneself আনন্দের অভিজ্ঞতা সঞ্চয় করা। enjoyable [ইনজআব্ল্] (adjective) আনন্দদায়ক। enjoyably [ইনজআব্লি] (adverb)
- English Word enjoyment Bengali definition [ইন্জইমন্ট্] [noun] [Uncountable noun] আনন্দ: to live for enjoyment.
- English Word enkindle Bengali definition [ইন্কিনড্ল্] (verb transitive) প্রজ্বলিত করা; উত্তেজিত করা।
- English Word enlarge Bengali definition [ইনলা:জ] (verb transitive), (verb intransitive) (১) বিস্তৃত বা প্রসারিত করা; বড় করা: enlarge a map. (২) enlarge on/upon কথা অথবা লেখা বিস্তৃত করা: I want to enlarge upon this matter. enlargement (noun) বাড়ানোর কাজ।
- English Word enlighten Bengali definition [ইন্লাইট্ন্] (verb transitive) enlighten (on) জ্ঞানদান করা; অজ্ঞতা, ভুল বোঝাবুঝি অথবা মিথ্যা বিশ্বাসসমূহ দূর করা: He has enlightened me. enlightened (participial adjective) অজ্ঞতামুক্ত; সংস্কারমুক্ত; আলোকপ্রাপ্ত। enlightenment [noun] [Uncountable noun] শিক্ষা; সংস্কৃতি; আলোকসম্পাত। the Enlightenment যুক্তি ও বিজ্ঞানের বিকাশের কাল (বিশেষ করে ইউরোপীয় ইতিহাসে অষ্টাদশ শতাব্দী)।
- English Word enlist Bengali definition [ইনলিস্ট্] (verb transitive), (verb intransitive) (১) তালিকাভুক্ত করা বা হওয়া; সামরিক বাহিনীর সদস্য হিসেবে যোগদান করা। enlist in the army. (২) enlist (in/for) পাওয়া; সমর্থন লাভ করা। enlistment [noun] [Uncountable noun] তালিকাভুক্তি।
- English Word enliven Bengali definition [ইনলাইভন] (verb transitive) প্রাণবন্ত করা।
- English Word enmasse Bengali definition [অন্ম্যাস্] (adverb) (ফরাসি) একত্রে; সবাই মিলে।