E পৃষ্ঠা ১৮
- English Word enmesh Bengali definition [ইনমেশ্] (verb transitive) enmesh (in) জালে ফেলা; বিজড়িত করা।
- English Word enmity Bengali definition [এন্মাটি] [noun] [Uncountable noun] শত্রুতা; [Countable noun] (Plural enmities) প্রতিপক্ষতাবিশেষ বা ঘৃণার মনোভাব।
- English Word ennoble Bengali definition [ইনোউব্ল্] (verb transitive) (১) কাউকে অভিজাত বা সম্ভ্রান্ত শ্রেণিতে উন্নীত করা। (২) (লাক্ষণিক) নৈতিকতাকে উন্নীত করা; মর্যাদাসম্পন্ন করা। ennoblement (noun) নৈতিক মানোন্নয়ন।
- English Word ennui Bengali definition [অনওয়ী] [noun] [Uncountable noun] (ফরাসি) মনের মতো কাজ না-পাওয়ার কারণে মানসিক ক্লান্তি; বিষণ্ণতা; অবসাদ; নির্বেদ।
- English Word enormity Bengali definition [ইনোমাটি্] (১) [noun] [Uncountable noun] মহাঅপরাধ। (২) বিশালতা; বিরাটত্ব: the enormity of the crisis.
- English Word enormous Bengali definition [ইনোমাস্] (adjective) প্রচুর; বিরাট। enormously (adverb) প্রচুরভাবে। enormousness (noun) প্রাচুর্য।
- English Word enough Bengali definition [ইনাফ] (adjective), (noun) যথেষ্ট: enough money. enough (of the/this/that/his etc + noun) (for somebody/to do something): Is this enough for you? enough is as good as a feast: প্রয়োজনীয় খাবার পেয়ে আনন্দিত। more than enough পর্যাপ্ত পরিমাণ। □(adverb) of degree (adjective(s), adverb(s) এবং (past participle) -এরপরে বসে; noun এর পরে বসে adjective হিসেবে ব্যবহৃত হয়) (১) প্রয়োজন অনুসারে; যথেষ্টভাবে: boiled enough. He knows well enough. (২) আরো ভালো/বেশি হতে পারত এ রকম ভাব প্রকাশক।
- English Word enquire, enquiry Bengali definition [ইনকোয়াইআ(র্), ইনকোয়াইআরি] (verb), (noun) =inquire, inquiry
- English Word enrage Bengali definition [ইনরেইজ] (verb transitive) রাগানো; ক্রুদ্ধ করা।
- English Word enrapture Bengali definition [ইনর্যাপচা(র্)] (verb transitive) পরমানন্দিত করা।
- English Word enrich Bengali definition [ইনরিচ] (verb transitive) enrich (with) ধনী করা; সমৃদ্ধ করা; মানোন্নয়ন করা; উর্বর করা: enrich mind (with knowledge); enriched with fertiliser. enrichment (noun) মানোন্নয়ন; উন্নতিসাধন।
- English Word enroll, enrol Bengali definition [ইনরোউল্] (verb transitive), (verb intransitive) enroll (in) (ছাত্র, ক্লাবসদস্য প্রমুখদের) তালিকাভুক্ত করে নেওয়া: to enroll students. enrollment (noun) তালিকাভুক্তি; তালিকা।
- English Word ensconce Bengali definition [ইনস্কন্স্] (verb transitive) ensconce oneself in (নিরাপদ, গোপন, আরামদায়ক স্থানে) নিজেকে প্রতিষ্ঠিত করা।
- English Word ensemble Bengali definition [অনসমবল্] [noun] [Countable noun] (ফরাসি) (১) কোনো কিছু সামগ্রিক দৃষ্টিতে দেখা। (২) (সংগীত) সংগীতের যে অংশ বাদকদল একসঙ্গে বাজিয়ে থাকেন; একই গ্রুপের বাদকদল। (৩) (বাণিজ্যিক) মহিলাদের ম্যাচ করা পোশাক।
- English Word enshrine Bengali definition [ইনশ্রাইন্] (verb transitive) enshrine (in) (আনুষ্ঠানিক) মন্দির মসজিদ ইত্যাদি পবিত্র স্থানে রাখা।
- English Word enshroud Bengali definition [ইনশ্রাউড্] (verb transitive) সম্পূর্ণরূপে ঢেকে ফেলা।
- English Word ensign Bengali definition [এন্সান্] (noun) (১) (নৌচালনবিদ্যা) পতাকা অথবা ব্যানার: red ensign, ব্রিটিশ বাণিজ্যপোতে ব্যবহৃত পতাকা। (২) (America(n)) নৌবাহিনীর সর্বনিম্ন কমিশনপ্রাপ্ত অফিসার।
- English Word enslave Bengali definition [ইনস্লেইভ] (verb transitive) ক্রীতদাসে পরিণত করা। enslavement (noun) দাসত্ব।
- English Word ensnare Bengali definition [ইনস্নেআ(র্)] (verb transitive) ensnare (in) ফাঁদে ফেলা।
- English Word ensue Bengali definition [ইনসইউ America(n) ইনস্যূ] (verb intransitive) ensue (from) পরবর্তী ঘটনা; ঘটনার জের। ensuing (adjective) আসন্ন।