E পৃষ্ঠা ১৯
- English Word ensure Bengali definition (America(n) = insure) [ইনশুআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) নিশ্চিত করা। (২) ensure (somebody) against something নিরাপদ করা। (৩) আশ্বস্ত করা: ensure a post.
- English Word entail Bengali definition [ইনটেইল্] (verb transitive) entail (on) (১) (ব্যয়ভার) চাপিয়ে দেওয়া। (২) (আইন সম্বন্ধীয়) উত্তরাধিকারীদের এমনভাবে সম্পত্তি হস্তান্তরের ব্যবস্থা করা, উত্তরাধিকারীরা যাতে সে সম্পত্তি বিক্রি অথবা হস্তান্তর করতে না পারে।
- English Word entangle Bengali definition [ইনট্যাঙ্গল] (verb transitive) entangle (in) (১) জড়িয়ে পড়া; জট পাকানো: The bird entangled itself into the net. (২) (লাক্ষণিক) ঝামেলায় জড়িয়ে পড়া: entangle oneself with money-lenders.
- English Word entente Bengali definition [অন্টন্ট্] [noun] [Countable noun] (ফরাসি) আঁতাত; (কয়েকটি দেশের মধ্যে) বন্ধুত্বপূর্ণ সমঝোতা।
- English Word enter Bengali definition [এনটা(র্)] (verb transitive), (verb intransitive) (১) আসা অথবা ভেতরে প্রবেশ করা। (২) সদস্য হওয়া; যোগদান করা। (৩) enter into something (with somebody) শুরু করা: enter into business with a firm. enter into something (ক) আলোচনা শুরু করা। (খ) সহানুভূতিশীল হওয়া; বুঝতে সক্ষম হওয়া ও প্রশংসা করা। (গ) কোনো কিছুর অংশভুক্ত হওয়া। (৪) enter on/upon (ক) অধিকার লাভ করা; উপভোগ করতে শুরু করা। (৫) enter in/up নথিভুক্ত করা। (৬) enter for; enter somebody for প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে কারো নাম দেওয়া: enter for the swimming.
- English Word enteric Bengali definition [এনটেরিক্] (adjective) অন্ত্র সম্বন্ধীয়। enteric fever (noun) টাইফয়েড। enteritis [এনটারাইটিস্] [noun] [Uncountable noun] অন্তপ্রদাহ।
- English Word enterprise Bengali definition [এনটাপ্রাইজ] [noun] [Countable noun] (১) সাহসী উদ্যোগ। (২) কোনো উদ্যোগ গ্রহণ করার সাহস ও ইচ্ছা: We must appreciate his enterprise. (৩) [Uncountable noun] শিল্পোদ্যোগ: private enterprise দ্রষ্টব্যfree 1 (৩); private (১). enterprising (adjective) উদ্যোগী। enterprisingly (adverb) পূর্ণোদ্যমে।
- English Word entertain Bengali definition [এনটাটেইন] (verb transitive) (১) entertain (to) আদরে গ্রহণ করা; আপ্যায়ন করা: He is ready to entertain. (২) entertain (with) চিত্তবিনোদন করা; আনন্দ দান করা: The juggler entertained the audience. (৩) বিবেচনা করতে প্রস্তুত হওয়া। entertaining (adjective) আমোদজনক। entertainingly (adverb) entertainment (noun) আমোদপ্রমোদ। entertainer (noun) পেশাদার আনন্দদানকারী।
- English Word enthral Bengali definition (America(n) enthrall) [ইনথ্রোল্] (verb transitive) বিমুগ্ধ করা: She enthraled the audience by her songs. (২) ক্রীতদাসে পরিণত করা (লাক্ষণিক): enthraled by a leader’s speech.
- English Word enthrone Bengali definition [ইনথ্রোউন] (verb transitive) সিংহাসনে বসানো; (লাক্ষণিক) স্নেহ-ভালোবাসায় উচ্চ আসনে অধিষ্ঠিত করা। enthronement (noun) রাজ্যাভিষেক।
- English Word enthuse Bengali definition [ইনথইউজ America(n) ইনথইয়ূজ] (verb intransitive) enthuse over (কথ্য) উৎসাহ দেখানো।
- English Word enthusiasm Bengali definition [ইনথইউজিঅ্যাজম America(n) [ইনথইউজিঅ্যাথম] [noun] [Uncountable noun] enthusiasm for/about প্রবল উৎসাহ।
- English Word enthusiast Bengali definition [ইনথইউজিঅ্যাস্ট্ America(n) [ইনথইউজিঅ্যাসথ] (noun) enthusiast (for/about) উৎসাহী ব্যক্তি: an enthusiast about literature.
- English Word enthusiastic Bengali definition [ইনথইউজিঅ্যাস্টিক America(n) ইনথইউজিঅ্যাথক] (adjective) enthusiastic (about/over) অত্যুৎসাহী। enthusiastically [ইনথইউজিঅ্যাস্টিককলি] (adverb) প্রবল উৎসাহে।
- English Word entice Bengali definition [ইনটাইস্] (verb transitive) প্ররোচিত করা অথবা রাজি করানো; He enticed her away from home. enticement [noun] [Uncountable noun] প্ররোচনা; প্রলোভন।
- English Word entire Bengali definition [ইনটাইআ(র্)] (adjective) সম্পূর্ণ; পুরো; অখণ্ড: The entire area was hit by cyclone. entirely (adverb) সম্পূর্ণরূপে; পুরোপুরি। entirety [ইনটাইআরটি] (noun) সম্পূর্ণতা; অখণ্ডতা।
- English Word entitle Bengali definition [ইনটাইট্ল্] (verb transitive) (১) be entitled আখ্যা/নাম দেওয়া: a book entitled Hamlet. (২) entitle somebody to something/to do something (সাধারণত passive) অধিকার প্রদান করা: He was entitle to do the work. entitlement (noun) অধিকার।
- English Word entity Bengali definition [এনটাটি] (noun) (Plural entities) (১) সত্যিকার অস্তিত্ব আছে এমন কিছু (গুণাবলি নয়)। (২) অস্তিত্ব; স্বতন্ত্র সত্তা।
- English Word entomb Bengali definition [ইনটূম] (verb transitive) সমাধিস্থ করা।
- English Word entomology Bengali definition [এন্টামলাজি] [noun] [Uncountable noun] পতঙ্গতত্ত্ব; কীটতত্ত্ব। entomologist (noun) পতঙ্গবিশারদ। entomological [এনটামালজিক্ল্] (adjective) প্রতঙ্গসম্পর্কিত।