E পৃষ্ঠা ২০
- English Word entourage Bengali definition [অন্টুরা:জ] (noun) উচ্চপর্যায়ের সফরসঙ্গী; সহচর: The Prime Minister and his entourage.
- English Word entrails Bengali definition [এনট্রেইলজ] (noun) অস্ত্র; নাড়িভুঁড়ি।
- English Word entrance 1 Bengali definition [এনট্রান্স] (১) [noun] [Countable noun] প্রবেশদ্বার: The entrance to the auditorium. (২) [Countable noun, Uncountable noun] প্রবেশ; অভিনেতার মঞ্চে প্রবেশ: The actor does not know the entrances and exits. (৩) প্রবেশাধিকার। entrance money (noun) প্রবেশমূল্য।
- English Word entrance 2 Bengali definition [ইনট্রান্স্ America(n) ইনট্র্যান্স] (verb transitive) entrance (at, with) (সাধারণত passive) আবেগাপ্লুত করা; অভিভূত করা: entranced with the performance.
- English Word entrant Bengali definition [এনট্রান্ট্] (noun) প্রবেশকারী; পেশায় নতুন যোগদানকারী; প্রতিযোগী।
- English Word entrap Bengali definition [ইনট্র্যাপ] (verb transitive) (= trap) ফাঁদে ফেলা।
- English Word entreat Bengali definition [ইনট্রীট্] (verb transitive) entreat (of) (আনুষ্ঠানিক) অনুনয়বিনয় করা; সনির্বন্ধ অনুরোধ জানানো। entreatingly (adverb) সবিনয়ে।
- English Word entreaty Bengali definition [ইনট্রীটি] (noun) (Plural entreaties) [Countable noun, Uncountable noun] সনির্বন্ধ অনুরোধ।
- English Word entrée Bengali definition [অনট্রেই] (ফরাসি) (১) [noun] [Uncountable noun] প্রবেশাধিকার। (২) [Countable noun] মাছ ও মাংসের মাঝখানে পরিবেশিত ব্যঞ্জন।
- English Word entrench Bengali definition [ইনট্রেনচ] (verb transitive) (১) পরিখা খনন করা; ট্রেঞ্চ খনন করে রক্ষা করা। (২) দৃঢ়ভাবে স্থাপন করা।
- English Word entreperneur Bengali definition [অনট্রাপ্রানা(র্)] (noun) উদ্যোক্তা; শিল্প/বাণিজ্য সংগঠক। entreperneurial [অনট্রাপ্রানারিআল] (adjective)
- English Word entrepot Bengali definition [অন্ট্রাপোউ] (noun) (ফরাসি) গুদামঘর; আমদানি-রপ্তানি, মালামাল সংগ্রহ ও বিতরণের সওদাগরি আড়ত।
- English Word entrust Bengali definition [ইনট্রাস্ট্] (verb transitive) entrust something to somebody, entrust somebody with something বিশ্বাস স্থাপন করা।
- English Word entry Bengali definition [এনট্রি] [noun] [Countable noun] (Plural entries) (১) প্রবেশ; শুভাগমন: entry visa, প্রবেশভিসা। (২) [Countable noun, Uncountable noun] প্রবেশপথ; প্রবেশাধিকার: No entry. (৩) অন্তর্ভুক্তি: dictionary entries, bill of entry. দ্রষ্টব্যbill 3। (৪) প্রতিযোগী তালিকা।
- English Word entwine Bengali definition [ইনটোয়াইন] (verb transitive) entwine (with/round) পাকানো; বাঁকানো।
- English Word enumerate Bengali definition [ইনিয়্যুমারেইট্ America(n) ইনুয়্যুমারেইট্] (verb transitive) গণনা করা; এক এক করে নামোল্লেখ করা। enumeration [ইনিয়্যূমারেইশন্ America(n) ইনুয়্যূমারেইশন্] [noun] [Uncountable noun] গণনা; [Countable noun] তালিকা।
- English Word enunciate Bengali definition [ইনান্সিএইট্] (verb transitive), (verb intransitive) (১) উচ্চারণ করা। (২) সুস্পষ্টভাবে কোনো তত্ত্ব ব্যাখ্যা করা। enunciation [ইনানসিএইশ্ন্] (noun)
- English Word envelop Bengali definition [ইনভেলাপ্] (verb transitive) envelop (in) ঢেকে ফেলা; আবৃত করা। envelopment (noun)
- English Word envelope Bengali definition [এনভালোউপ] (noun) খাম; লেফাফা; বেলুনকভার।
- English Word envenom Bengali definition [ইনভেনাম্] (verb transitive) বিষপ্রয়োগ করা; অস্ত্রে বিষ মাখানো; (লাক্ষণিক) ঘৃণায় বিষিয়ে ভোলা।