E পৃষ্ঠা ২১
- English Word enviable Bengali definition [এন্ভিআব্ল্] (adjective) ঈর্ষণীয়: an enviable performance.
- English Word envious Bengali definition [এনভিআস্] (adjective) envious (of) হিংসুক; পরশ্রীকাতর। enviously (adverb)
- English Word environment Bengali definition [ইনভাইআরান্মান্ট্] [noun] [Uncountable noun, Countable noun] চতুষ্পার্শ্ব; পরিবেশ: We should appreciate the environment of our locality. Department of the Environment (British/Britain) ভূমিপরিকল্পনা, শিল্প-নির্মাণ, যাতায়াত, জনসম্পদ, দূষণ ইত্যাদি দায়িত্বে নিয়োজিত সরকারি দফতর। environmental [ইনভাইআরানমেন্টাল] (adjective) পারিপার্শ্বিক; পরিবেশসম্পর্কিত। environmentally [ইনভাইআরান্মানটালি] (adverb) environmentalist [ইনভাইআরান্মানটালিস্ট্] (noun) পরিবেশ-উন্নয়নে উৎসাহী ব্যক্তি।
- English Word environs Bengali definition [ইনভাইআরানজ] (noun) কোনো শহরের চারদিকের জেলাসমূহ: Dhaka and its environs.
- English Word envisage Bengali definition [ইনভিজিজ্] (verb transitive) মনে মনে ছবি আঁকা।
- English Word envoy 1 Bengali definition [এনভই] (noun) বিশেষ বার্তাবহ; রাষ্ট্রদূতের পরবর্তী পদমর্যাদার কূটনীতিক।
- English Word envoy 2 Bengali definition (অপিচ envoi) [এনভই]) [noun] [Countable noun] পুরনো দিনের কবিতার শেষ স্তবক।
- English Word envy 1 Bengali definition [এনভি] [Uncountable noun] (১) envy at something/of somebody ঈর্ষা; পরশ্রীকাতরতা: He is full of envy. (২) ঈর্ষাবস্তু।
- English Word envy 2 Bengali definition [এনভি] (verb transitive) (past tense, past participle envied) হিংসা করা: I envy you.
- English Word enwrap Bengali definition [ইনর্যাপ্] verb transitive (enwrapped, enwrapping, enwraps) =wrap (বেশি প্রচলিত)।
- English Word enzyme Bengali definition [এনজাইম] [noun] [Countable noun] জীবন্ত প্রাণীর দেহকোষে উৎপন্ন জৈবরাসায়নিক পদার্থবিশেষ, যা নিজে পরিবর্তিত না- হয়ে অন্য পদার্থের পরিবর্তন করে।
- English Word eon Bengali definition [ঈআন্] (noun) =aeon.
- English Word epaulet Bengali definition (অপিচ epaulette) [এপালেট্] (noun) নৌ অথবা স্থলবাহিনীর অফিসারের ইউনিফর্মের কাঁধের অলংকরণ।
- English Word épée Bengali definition [এইপেই] (noun) (ফরাসি) তলোয়ারযুদ্ধে ব্যবহৃত তীক্ষ্ণধার তলোয়ার।
- English Word ephemeral Bengali definition [ইফেমারাল্] (adjective) স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
- English Word epic Bengali definition [এপিক্] (noun) মহাকাব্য: Ramayan is the famous epic of India. □(adjective) (কথ্য) মহাকাব্যিক: an epic achievement.
- English Word epicentre Bengali definition (America(n) = epicenter) [এপিসেন্টা(র্)] (noun) ভূকম্পন বিন্দু, যে বিন্দুতে ভূকম্পন পৃথিবীর উপরিভাগ স্পর্শ করে।
- English Word epicure Bengali definition [এপিকিয়্যুআ(র্)] (noun) পান-ভোজনরসিক।
- English Word epicurean Bengali definition [এপিকিউরীআন] (noun), (adjective) (ব্যক্তি) ইন্দ্রিয়বিলাসী; ভোগবাদী তত্ত্ব বা মত (গ্রিক দার্শনিক এপিকিউরাস প্রবর্তিত)।
- English Word epidemic Bengali definition [এপিডেমিক্] (noun), (adjective) ( রোগ) মহামারি; মহামারিসংক্রান্ত।