E পৃষ্ঠা ৩১
- English Word exact 1 Bengali definition [ইগ্জ্যাক্ট্] (adjective) (১) যথার্থ; যথাযথ; নির্ভুল: I want the exact word. (২) যথাযথ হতে সক্ষম এমন। exactly (adverb) (১) নির্ভুলভাবে; যথাযথভাবে: He is exactly right. (২) (সমর্থনসূচক) আসলে তাই; যা বললেন তাই। exactness, exactitude [ইগ্জ্যাক্টিউড্ America(n) ইগ্জ্যাক্টূড্] (noun(s)) যথার্থতা।
- English Word exact 2 Bengali definition [ইগ্জ্যাক্ট্] (verb transitive) exact (from) (১) দাবি করা ও আদায় করা: exact taxes. (২) জেদ করা। (৩) (পরিস্থিতির ক্ষেত্রে) জরুরিভাবে চাওয়া; প্রয়োজনীয় করা। exacting (adjective) অধিক চাহিদাসম্পন্ন; কঠোর; কড়া। exaction [ইগজ্যাক্শ্ন্] (১) [noun] [Uncountable noun] (টাকা) আদায়। (২) [Countable noun] অতিরিক্ত দাবি।
- English Word exaggerate Bengali definition [ইগজ্যাজারেইট] (verb transitive), (verb intransitive) অতিরঞ্জিত করা; অত্যুক্তি করা; বাড়িয়ে বলা: He has an exaggerated sense of his own importance. exaggeration [ইগ্জ্যাজারেইশ্ন্] [noun] [Uncountable noun] অতিরঞ্জন; অতিকথন: a story full of exaggerates.
- English Word exalt Bengali definition [ইগ্জোল্ট্] (verb transitive) (১) পদোন্নতি দেওয়া। (২) উচ্চপ্রশংসা করা। exalted (adjective) মর্যাদাসম্পন্ন। exaltation [এগ্জোলটেইশ্ন্] [noun] [Uncountable noun] (লাক্ষণিক) উন্নয়ন; পরমানন্দ।
- English Word exam Bengali definition [ইগজ্যাম্] (noun) examination-এর কথ্য ও সংক্ষেপ।
- English Word examination Bengali definition [ইগ্জামিনেইশ্ন্] (১) [noun] [Uncountable noun] পরীক্ষা; অনুসন্ধান; তদন্ত। (২) [Countable noun] পরীক্ষা (ক) বিদ্যা অথবা দক্ষতার পরীক্ষা: examination papers. (খ) নিরীক্ষা: an examination of bank accounts. (গ) জেরা; a cross examination.
- English Word examine Bengali definition [ইগ্জ্যামিন্] (verb transitive) (১) examine (for) সতর্কভাবে পরীক্ষা করে দেখা। (২) examine (in) প্রশ্নের মাধ্যমে বিদ্যা তথা যাচাই করা: examine pupils in English. examiner (noun) পরীক্ষক।
- English Word example Bengali definition [ইগজা:ম্প্ল্ America(n) ইগজ্যাম্পল্] (noun) (১) উদাহরণ। for example (সংক্ষিপ্ত eg) উদাহরণস্বরূপ: Tagore has written many plays, Raktakarabi and Bisarjan, for example. (২) নমুনা উদাহরণ: good example of Tagore’ s lyric poetry. (৩) [Countable noun, Uncountable noun] অনুকরণীয় চরিত্র। (৪) সাবধানবাণী: This is an example to you. make an example of somebody দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
- English Word exasperate Bengali definition [ইগজ্যাস্পারেইট্] (verb transitive) উত্তেজিত করা; exasperation [ইগজ্যাসপারেইশ্ন্] (noun) উত্তেজনা; ক্রোধ; অসহিষ্ণুতা।
- English Word excavate Bengali definition [এক্স্কাভেইট্] (verb transitive) (আবিষ্কারের উদ্দেশ্যে) খনন করা: The archaeologists excavate Paharpur. excavator [এক্স্কাভেইটা(র্)] (noun) খননে নিয়োজিত ব্যক্তি অথবা যন্ত্র। excavation [এক্স্কাভেইশ্ন্] (noun) খনন; খনিত এলাকা।
- English Word exceed Bengali definition [ইক্সীড্] (verb transitive) (১) কাউকে অতিক্রম করা; ছাড়িয়ে যাওয়া। (২) অনুমতি অথবা প্রয়োজনের বাইরে যাওয়া: He always exceeds the limit. exceedingly (adverb) চূড়ান্তভাবে; অস্বাভাবিক হারে: an exceedingly slow progress.
- English Word excel Bengali definition [ইক্সেল] (verb intransitive), (verb transitive) (excelled, excelling, excels) excel (in/at) (১) অন্যদের চেয়ে ভালো করা। (২) ছাড়িয়ে যাওয়া।
- English Word excellence Bengali definition [এক্সালান্স্] [noun] [Uncountable noun] (১) excellence (in/at) (বস্তু, ভাব বা রুচির) উৎকর্ষ; শ্রেষ্ঠতা: He won a prize for excellence in good handwriting. (২) [Countable noun] যে গুণ বা বিষয় ব্যক্তিকে বিশিষ্টতা দান করে: His excellences are well-known.
- English Word excellency Bengali definition [এক্সালান্সি] (noun) (Plural excellencies) রাষ্ট্রদূত, গভর্নর এবং তাদের স্ত্রীদের উপাধি বা পদবি; His/Her excellency.
- English Word excellent Bengali definition [এক্সালান্ট] (adjective) চমৎকার; উন্নতমানের। excellently (adverb) চমৎকারভাবে।
- English Word except 1 Bengali definition [ইক্সেপ্ট] (preposition) ব্যতীত; ছাড়া। except (for) ব্যতীত। except that এ ছাড়া।
- English Word except 2 Bengali definition [ইক্সেপ্ট্] (verb transitive) except (from) বাতিল করা; তালিকা থেকে বাদ দেওয়া: He was excepted from the list of the players. present company excepted উপস্থিত ব্যক্তিবর্গ বাদে। (not, always এবং without-এর পরে ব্যবহৃত) ব্যতীত: excepting (preposition(al) all the members of the team excepting the coaches.
- English Word exception Bengali definition [ইক্সেপ্শ্ন্] (noun) (১) [Uncountable noun, Countable noun] ব্যতিক্রম। make an exception (of somebody/something) কাউকে ব্যতিক্রম হিসেবে গণ্য করা। with the exception of ব্যতীত। without exception কোনো ব্যতিক্রম ছাড়া। (২) [Countable noun] নিয়মবহির্ভূত কিছু: exceptions to a rule. (৩) আপত্তি: take exception (to something). exceptionable [ইক্সেপ্শ্ন্আবল্] (adjective) আপত্তিজনক। exceptional [ইক্সেপ্শান্ল্] (adjective) ব্যতিক্রমী; অসাধারণ। exceptionally [ইক্সেপ্শানালি] (adverb) an exceptionally good boy.
- English Word excerpt Bengali definition [এক্সাপট্] [noun] [Countable noun] কোনো গ্রন্থের ভিন্নভাবে ছাপানো অংশবিশেষ।
- English Word excess 1 Bengali definition [ইক্সেস] (noun) (১) an excess of অতিরিক্ত: an excess of courage. in excess of তুলনামূলকভাবে বেশি। to excess অত্যধিক মাত্রায়: She is emotional to excess. (২) (plural) ভালো ব্যবহারের সীমা ছাড়িয়ে যায় এমন আচরণ। excessive [ইকসেসিভ] (adjective) অতিরিক্ত; অপরিমিত। excessively (adverb)